বাউফলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে পিপলস রাইট ফাউন্ডেশন।
জাহিদ শিকদার, পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলে শীতার্ত দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অর্ধশত শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ‘পিপল’স রাইট ফাউন্ডেশন’।
শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ছয়হিস্যা তাঁতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা রিয়াজুল ইসলাম, অরটেক্স কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ওমর ফারুক, সাংবাদিক জাহিদ শিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠন এর প্রতিষ্ঠতা রিয়াজুল ইসলাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
মন্তব্য করুন