মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার
বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের অন্তর্গত কুঞ্জেরহাট বাজারে দুপুর ০১:৫০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (১১ নভেম্বর ২০২৪ খ্রি.)
অভিযান পরিচালনা করে সাহা রোড মাছ বাজার সংলগ্ন মেসার্স কাজল স্টোর এর মালিক মো. মনির (৩৫), পিতা: আবু তাহে এর মুদি দোকান থেকে ১৪৮ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া জব্দ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রায়হান উজ্জামান । বোরহানউদ্দিন থানা পুলিশ ফোর্স ও ভোলা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়া এর উপস্থিতিতে উক্ত পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন বিধি মোতাবেক নিষ্পত্তি করার জন্য সহকারী পরিচালককে আদেশ প্রদান করা হয়।
ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় বর্ণিত ব্যবসায়ীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন