বাঙলা কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘মানবতার দেয়াল’
তৌহিদুল ইসলাম ক্যাম্পাস প্রতিনিধি :
সরকারি বাঙলা কলেজ, শাখা ছাত্রদলের উদ্যোগে রাজধানীর মিরপুর রোডে,স্থ বাঙলা কলেজের দেয়ালে ‘মানবতার দেয়াল’ তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাঙলা কলেজ ছাত্রদলের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সরদার মোঃ মিলন এর নেতৃত্বে সেখানকার অসহায় এবং গরীব-দুস্থ মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঙলা কলেজ ছাত্রদলের অরো প্রমুখ নেতৃবৃন্দ গন।
বাঙলা কলেজ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,সরদার মোঃ মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঙলা কলেজ ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাঙলা কলেজ ছাত্রদলের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এটি শুধু বাঙলা কলেজের শিক্ষার্থীদের নয়, সমাজের অন্যান্য স্থানেও প্রতিষ্ঠা করা উচিৎ। সকলের প্রতি আমার আহ্বান, আপনাদের অতিরিক্ত কাপড়টি এখানে দান করুন। কারণ আপনার কাছে যেটি অতিরিক্ত, অন্যের কাছে সেটি প্রয়োজনীয়।
মন্তব্য করুন