এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিনে অভিযানে ছিনতাই মামলার আসামি মোঃ সাদ্দাম (২৫)কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
তিনি বোরহানউদ্দিন পৌরসভা ৭নং ওয়ার্ডের মৃত ছগির মিয়ার ছেলে।
গত- ৩-১২-২০২৪ ইং তারিখ রাতে উদয়পুর রাস্তার মাথায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় তাকে আটক করা হয়। রবিবার পুলিশের অভিযানে তাকে আটক করা হয়েছে।
অন্যদিকে আরো একটি অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আক্তার নক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়াও গত
০৩-১২-২০২৪ ইং তারিখে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিন্টু দালাল নামক যুবক ও ০৪-১২-২০২৪ ইং তারিখে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহিদ হোসেন নামক যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদেরকে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ছিনতাই মামলায় আসামি ছাদ্দামকে আটক করা হয়েছে। ছিনতাই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন