১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভোলায় গ্রেফতার
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ঢাকার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ ইমদাদুল হক মিলন (৪৬) কে ভোলা সদর থেকে গ্রেফতার করা হয়েছে। রায় ঘোষণার পর দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোলা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের বাসিন্দা মোঃ মুন্নাফ ওরফে (মন্নান) এর ছেলে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোলা সদর থানাধীন তিন খাম্বার মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে এএসআই মোঃ নাজির এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় ৯(৭)৮ নং মামলায় বিশেষ দায়রা ৯৯/১৬ নং এ ১০ বছরের সাজা প্রদান করে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, আটককৃত মিলন ঢাকার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গতকাল আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন