নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কি হচ্ছে পাকিস্তানে দেখামাত্রই গুলির নির্দেশ-ইন্টারনেট স্লো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভে’ কার্যত অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। আজ মঙ্গলবার ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপরও রাস্তা থেকে সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের।
ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে আজ মঙ্গলবার অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এদিকে ইসলামাবাদের ডি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। জিও নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের একটি অংশ সেখানে পৌঁছেও গেছেন। পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর হতে বলেছে প্রশাসন। টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।
জিও নিউজ বলছে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, সরকার সব উপায়ে পিটিআই নেতাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কেবল আলোচনা থেকে আরও সময় পেয়েছে এবং রাজধানীর দিকে এগিয়ে গেছে।
এ কারণে পরিস্থিতি যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদের আইজিকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
এদিকে সংঘাতের মধ্যেই মুলতান, রাজনপুর, গুজরাট ও আরও কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বিঘ্ন ঘটছে।
গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশ থেকে ৪ হাজারের বেশি পিটিআই নেতাকর্মীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, আটকদের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।
এ দিকে আজ সকালে ইসলামাবাদ অভিমুখে গাড়ি বহর নিয়ে রওনা দেয় ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ইসলামাবাদের ডি চক এলাকায় সমাবেশ করতে যাচ্ছেন তাঁরা।
ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছে।

“সরকারি বাঙলা কলেজ’স্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে,খাইরুল ইসলাম ও ,সাইয়‍্যেদ মুরছালিন “

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় ডিবির অভিযানে বিপুল পরিমান চোরাই মালামালসহ আটক-১ 

ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে জ্বীনের বাদশা সেজে প্রতারণা” হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

বেতাগী”তে(এসএসিপি) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে আনডিমান্ড কৃষি প্রশিক্ষন অনুষ্ঠিত।

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃ তদন্ত বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচন দ্রুত না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি

দেওয়ানগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

১০

তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে শিশু বলাৎকার মামলার মূল হোতা আটক

১১

বিএনপির তিন নেতার যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ করেছে দলটি

১২

ভোলায় র‍্যাবের অভিযানে পুলিশ হত্যা চেষ্টা মামলার ২ আসামী আটক

১৩

দেওয়ানগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

১৪

বরগুনা আমতলী জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

১৫

৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৬

সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর নবনির্বাচিত কমিটির সদস্যগণ

১৭

বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র (আইডি কার্ড) তৈরীর অভিযোগে বগুড়ায় আটক ৮

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখা ব্যাবস্থাপকের বদলিজনিত বিদায় সম্বর্ধনা

২০