সব সম্পর্কই বিশ্বাসের ওপর ভর করে এগিয়ে যায়। আর ভালোবাসার সম্পর্ক তো বটেই। বিশ্বাসের ওপর ভর করেই এগিয়ে যায় এ সম্পর্ক। যেখানে বিশ্বাস নেই, সেখানে প্রতি পদে লেগে থাকে সন্দেহ।
সম্পর্কে থেকে নজরবন্দি জীবন কাটাতে হয়। তাই সঙ্গী যদি আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে প্রথমেই ব্যবস্থা নিতে হবে। তার মনে হয়ে উঠতে হবে ভরসার একমাত্র ব্যক্তি।
আজকের প্রতিবেদনে জানবেন কিভাবে পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষের বিশ্বাস অর্জন করবেন।
আশা করছি এই প্রতিবেদনটি পড়লে আপনিও অনায়াসে সঙ্গীর ভরসার পাত্র হয়ে উঠতে পারবেন। একসঙ্গে কাটাতে পারবেন লায়লা-মজনু জীবন। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন। নিজের ভুল শুধরে নিন
আপনার কোনো একটি অভ্যাস প্রেমিকা পছন্দ করেন না।
তিনি আপনাকে সেই ভুল বারবার শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আপনি সেই কথা শুনেও শোনেননি। আর সেই কারণেই বেড়েছে বিপদ। তিনি আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়েছেন। ধীরে ধীরে বেড়েছে দূরত্ব।
সম্পর্কে তৈরি হয়েছে শূন্যতা। তাই আজ থেকেই নিজের ভুল শুধরে নেওয়ার কাজে লেগে পড়ুন। তা হলেই দেখবেন সঙ্গী আপনাকে বিশ্বাস করবে।
কথা বলুন
সঙ্গীর সঙ্গে এই বিষয়টি নিয়ে মুখোমুখি কথা বলেছেন? না বলে থাকলে আজ থেকেই সেই কাজে লেগে পড়ুন। তাকে বলুন যে তার এই ধরনের আচরণ আপনার ভালো লাগে না। আপনি নিজের কাছে বারবার ছোট হয়ে যান। এমনকি এই ধরনের আচরণের ফলে আপনাদের মধ্যে দূরত্বও বাড়ছে। আশা করছি, আপনি এই কথাগুলো ঠিকঠাক করে তার কাছে পৌঁছে দিতে পারলেই সম্পর্কে শান্তি ফিরে আসবে।
প্রতিবাদ করুন
শুধু কথায় কাজ না হলে শুরু করুন প্রতিবাদ। এর পর থেকে তিনি যখনই আপনাকে সন্দেহের নজরে দেখবেন, আপনি প্রতিবাদ করুন। তাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিন যে এই আচরণ আপনি কোনোভাবেই মেনে নিচ্ছেন না। চাইলে সামান্য আওয়াজ তুলেই কথাটা বলতে পারেন। এই কাজটুকু করলেই সঙ্গীর কাছে স্পষ্ট বার্তা যাবে। এর পর তিনি নিজের ভুল শুধরে নিলেও নিতে পারেন।
মুখ বন্ধ
এত চেষ্টার সবটাই যদি বিফলে যায়, সেক্ষেত্রে তার সঙ্গে কথা না বলাই হবে বুদ্ধিমানের কাজ। তাকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। এমনকি তিনি কথা বলতে এলেও খুব বেশি বলবেন না। তা হলেই দেখবেন তিনি নিজের ভুল বুঝতে পারবেন। এমনকি আপনি যে বেশ রেগে রয়েছেন, সেই বার্তাও যাবে তার কাছে। তারপর তিনি হয়তো আপনার মনের কথা ধরতে পারবেন। হৃদয় থেকে দূর করে দেবেন অবিশ্বাস। তাই সব অস্ত্র ব্যর্থ হলে এই ব্রহ্মাস্ত্র অবশ্যই ব্যবহার করুন।
বিশেষজ্ঞের পরামর্শ নিন
অনেক সময় এই ধরনের মানসিকতার মূল লুকিয়ে থাকে মস্তিষ্কের অনেক গভীরে। তাই একান্তই যদি সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে হয়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি যা বলবেন সেই পরামর্শ সঙ্গীকে মেনে চলতে বলুন। তা হলেই তার মনে ভরসা তৈরি হবে। অন্যথায় অবিশ্বাসের আঁধারে আপনাদের সম্পর্ক শেষ হয়ে যেতে সময় লাগবে না।
সূত্র : এই সময়
মন্তব্য করুন