আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি : অজানা কারণে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রূপা খাতুন নামের এক গৃহবধূ। সোমবার (৬ জানুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপা খাতুন ওই গ্রামের মো. রাফসান মিয়ার স্ত্রী। গেল ৯ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথমদিকে তাদের সাংসারিক জীবন ভালো কাটলেও গত দু’তিন মাস ধরে রূপা পারিবারিক ঝামেলায় ছিলেন বলে জানা যায়।
রূপা খাতুনের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে রূপার স্বামী রাফসান স্থানীয় একটি বাজার থেকে এসে দেখেন তার স্ত্রী রূপা খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। রূপা কী কারণে আত্মহত্যা করেছে তা কেউই জানে না। রূপার মৃত্যু নিয়ে তার পরিবারেরও কোনো ধরনের অভিযোগ নেই।
ওসি হাসনাইন পারভেজ জানান, রূপার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মন্তব্য করুন