জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বুধবার ১৮ ডিসেম্বর, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় “উদ্যম” প্রকল্পের উদ্যোগে এডাপটেশন ক্লিনিকের মাধ্যমে ১০৭ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল ধানের বীজ এবং বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়। পাশাপাশি, কৃষকদের ক্লাইমেট স্মার্ট কৃষি পদ্ধতি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাইদুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ। অনুষ্ঠানের শুরুতে দূরবার্তায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম হেড আবু সাদাত মনিরুজ্জামান খান। এছাড়া বক্তব্য রাখেন উদ্যম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো. আসাদুজ্জামান, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট খন্দকার সাকিবুর রহমান, কৃষিবিদ হুমায়ুন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৪৭ জন নারীসহ মোট ১০৭ জন কৃষককে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়। এই উদ্যোগটি স্থানীয় কৃষকদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য উপজেলায় ইউএসএআইডি-এর অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহিষ্ণুতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের উল্লেখযোগ্য দিকসমূহ হলো কৃষকদের মধ্যে জলবায়ু সহিষ্ণু ফসল ও সবজির উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি কমিয়ে আনা ও ক্লাইমেট স্মার্ট কৃষি পদ্ধতির প্রচার। স্থানীয় কৃষকদের সাথে প্রকল্পের কার্যক্রমের সংযুক্তি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা।
এই কার্যক্রমের মাধ্যমে দেওয়ানগঞ্জ উপজেলার কৃষি খাত আরও শক্তিশালী ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত হবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।
মন্তব্য করুন