তুহিন দেওয়ান তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা তজুমদ্দিন ২নং সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের ( পাঁচবাড়ি) মুস্তাফিজ মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন ১৬ শতাংশ জমি বিক্রি করে টাকা নিয়ে এখন জমির দলিল দিবে না বলে অস্বীকার করেন আফজাল হোসেনভোলা তজুমদ্দিন ২নং সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের ( পাঁচবাড়ি) মুস্তাফিজ মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর ২ নং ওয়ার্ডের আবদুল কাদের এর ছেলে মোঃ সোহাগ ও আফজাল হোসেন ছিলেন বাল্যকালের বন্ধুআপজাল হোসেন একটি সমিতির লোন করবে বলিয়া বিগত ৪ বছর পূর্বে সোহাগ হোসেন এর কাছ থেকে ৪০০০০ হাজার টাকা নেন আফজাল হোসেনপ্রকৃত জমির মালিক কে ২০০০০ হাজার টাকা ও আপজাল হোসেন ভোলা জেলখানায় থাকায় অবস্থায় আপজালের মা ২০০০০০ হাজার টাকা নেন সোহাগ হোসেন এর কাছ থেকে আপজাল কে জামিন করার জন্য। আপজাল এর নিকট হইতে দলিল ফেরত চাইতে গেলে ২ লক্ষ টাকা দাবি করেন আফজাল হোসেন। সোহাগ হোসেন আপজাল হোসেন কে দলিল ফেরত বাবদ ২ লক্ষ টাকা দেন দুই বছর পূর্বে বিগত ২৮/১২/২০২৪ ইং শম্ভুপুর উওর শিবপুর খাসেরহাট বাজারে মেঘনা রুটের অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মমিন পাটোয়ারীর ক্লাবে আপজাল হোসেন সোহাগ হোসেন এর কাছ থেকে জমির দলিল রবিবারে তজুমদ্দিন দলিল রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল দিবে বলে আরো ৫০০০০ হাজার টাকা নিয়েছেন আপজাল হোসেন। রবিবারে আফজাল হোসেন দলিল দিবে না বলে অস্বীকার করেন সোহাগ হোসের কাছে ভুক্তভোগী সোহাগ হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টা জানালে সোহাগ হোসেন কে আফজালের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলেন সোহাগ হোসেন আফজাল হোসেনের বিরুদ্ধে তজুমদ্দিন থানা অভিযোগ করেন।
মন্তব্য করুন