হঠাও সাদ পন্থী বাঁচাও ঈমান এই শ্লোগানকে সামনে রেখে সানন্দবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ গেইট মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সর্বস্তরের ওলামায়ে কেরাম, বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও দাওয়াতে তাবলীগের সাথীগণ। এতে অংশ গ্রহণ করেন ডাংধরা, চরআমখাওয়া ও পাররামরামপুর ইউনিয়নের হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি গণ।
প্রতিবাদ সভায় বক্তারা সাদপন্থী কর্তৃক অতর্কিতে টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তিনি মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে চারজন শহিদ সহ অসংখ্য সাথী আহত, নিখোঁজ হয়েছে। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা হামলা চালায় তারা কোনো ধরনের তাবলীগ?
বাংলাদেশের মাটিতে সাদপন্থীদের নিষিদ্ধ করা সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তারা বলেন, অবিলম্বে জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ভারতের দালাল সা’দ পন্থীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবিও জানান।
খাদিজাতুল কুবরা রা: মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনিরুযুযামানের সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন মাওলানা মাহবুব শাহ জিহাদি, মাওলানা আব্দুল মজিদ, ডা: আনিছুর রহমান, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা জাবের হোসাইন, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মুফতী রেজাউল করিম, হাফেজ রেজাউল করিম, মাওলানা ফরিদুল ইসলাম ফয়াজী, আব্দুর রাজ্জাক প্রমুখ।
মন্তব্য করুন