ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: মরণ ফাঁদ নামক মাটিবাহী ট্রাক্টর (মাহিন্দ্র গাড়ি) এর মরণকামড় থেকে রক্ষা পাচ্ছে না শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। দিনে দিনে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লাশের মিছিল।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে একই এলাকায় তিন দিনে মাহিন্দ্রা এক্সিডেনে মৃতের সংখ্যা ৩।
গত ১২ ডিসেম্বর ১জন, ১৫ ডিসেম্বর ১জন ও ১৬ ডিসেম্বর ১জন।
১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টার সময় ডাংধরা ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামে বালি বুঝাই মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় আশা মনি (১০) নামে
এক শিশুর মৃত্যু হয়েছে। আশা মনি উত্তর গোয়ালকান্দা মোঃ আজিজল হক এর মেয়ে।
১৫ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় তারাটিয়া রোডের চকপাড়া নামক স্থানে হোন্ডার সাথে বালি বুঝাই মাহেন্দ্র গাড়ির সাথে সংঘর্ষে রিনা আক্তার(৩০) নামে একজন গর্ভবতী মহিলার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিনা আক্তার উত্তর মোয়ামারী গ্রামের মোঃ সুজন মিয়ার স্ত্রী।
সোমবার ১৬ ডিসেম্বর বিকাল ৩টার সময় সানন্দবাড়ী পশ্চিম পাড়া কারী মোড়ে মাহিন্দ্রা গাড়ির থাবায় ঘটনাস্থলেই আয়েশা (৪) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশু আয়েশা (৪) কাউনিয়ারচর মাষ্টার পাড়া গ্রামের আব্দুর রহিম ও হোসনেয়ারা দম্পত্তির একমাত্র মেয়ে।
এলাকাবাসী জানায়, অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও মরণযন্ত্র মাহিন্দ্র গাড়ি গুলো বেপরোয়া গতি, অপ্রাপ্তবয়স্ক এবং প্রশিক্ষণ বিহীন ড্রাইভার দ্বারা চালানো হয়, তারা সবসময় হেডফোন কানে লাগিয়ে গাড়ী চালায়।
সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, ঘটনার খবর শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।
এবং গাড়ি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জনমনে চাপা প্রশ্ন এসব মাহিন্দ্র গাড়ির দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়তে থাকলেও কোন শক্তি বলে গাড়ি চলতেই থাকে এর খুঁটির জোর কোথায়?? থেকে যায় অজানা।
মন্তব্য করুন