গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের(জিইউকে) আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ডিসেম্বর সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের সভাপত্বিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিইএসআই/জিবিভি এন্ড চাইল্ড ম্যারেজ উইনরক ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার নিলুফার নার্গিস পুবাসা।
এ সময় বাল্যবিবাহের উপর আরো বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় নেতা, কাজী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, ঈমাম, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।
বক্তরা বলেন,বাল্যবিবাহ প্রতিরোধে আইনের পাশাপাশি সচেনতা সৃষ্টি করতে হবে। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার রোকানুজদৌল্লা।
মন্তব্য করুন