গাজীপুরের গাছা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অমিতি সোয়েটার্স লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা।
রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীরর ডেগেরচালা রোডের সংযোগ পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
এর আগে, শনিবার (২৩ নভেম্বর) উৎপাদন কাজ না থাকায় ফ্যাক্টরিতে লে-অফের নোটিশ দেয় কর্তৃপক্ষ।
জানা যায়, সকাল ৮টায় শ্রমিকরা কাজের জন্য এলে ফ্যাক্টরি গেটে লে-অফের (সাময়িক কর্মবিরতি) নোটিশ দেখতে পান শ্রমিকরা। এতে ক্ষুব্ধ হয়ে ডেগেরচালা রোডের সংযোগ পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ।
মন্তব্য করুন