ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার): আজ ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান, এনডিসি, পিএসসি (অব:) এর নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যগণ - মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার, এসইউপি, পিবিজিএম, এডব্লিউসি, পিএসসি (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বীর প্রতীক (অব:), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি (অবঃ), ডিআইজি ড. এম. আকবর আলী, বিপিএম, পিপিএম (অবঃ), সহযোগী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক মো: শাহনেওয়াজ খান চন্দন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.