ভোলা'র তজুমদ্দিন উপজেলায় বহুল আলোচিত ৭ (সাত) বছরের শিশু ধর্ষণ(বলাৎকার)কান্ডের ঘটনার মূলহোতা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ লোকমান বেপারী (৩০) কে আটক করেছে র্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা।
সোমবার ১৩ জানুয়ারি সকাল ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ভোলা'র তজুমদ্দিন উপজেলায় গত ১৯ ডিসেম্বর মোঃ ইয়ামিন নামের (৭)ছেলে শিশুকে জোরপূর্বক ধর্ষণ (বলৎকার) করার অভিযোগ উঠে একই এলাকার পার্শ্ববর্তী লোকমান বেপারী নামক জৈনক ব্যাক্তির বিরুদ্বে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামী লোকমান বেপারী।
তার একদিন পর এঘটনায় ঘটনায় ভুক্তভোগী ইয়ামিনের এর মা আছমা বেগমের বাদী হয়ে তজুমদ্দিন থানায় -নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০২০) এর ৯(১) ধারায় মামলা করেন মামলা নং-০৬।
থানায় মামলা রুজুর পর বর্নিত আসামীর অবস্থান সনাক্তপূর্বক র্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে গতকাল রাত আনুমানিক ১২ টার দিকে বোরহানউদ্দিন থানাধীন মনিরাম বাজার এলাকা থেকে লোকমান বেপারী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও ঘটনার মূল হোতা লোকমান বেপারী তজুমদ্দিন উপজেলার গোলকপুর ৪নং ওয়ার্ডের মোনাফ বেপারীর ছেলে।
এদিকে গ্রেফতারকৃত আসামি লোকমান বেপারী কে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.