মুঠোফোন গ্রাহকদের সেবার ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে সরকার। শিগগিরই এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলছে, বর্তমানে ১০০ টাকা রিচার্জে গ্রাহকদের সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জসহ মোট ৫৪ টাকা ৬০ পয়সা কর দিতে হয়। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ালে এই পরিমাণ কর বেড়ে ৫৬ টাকা ৩০ পয়সা হবে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। বর্তমানে মোবাইল রিচার্জের ১০০ টাকার ওপর ২৮ টাকা ১০ পয়সা শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটা পড়ে। এর পাশাপাশি রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স হিসেবে ৬ টাকা ১০ পয়সা এবং পরোক্ষ কর ২০ টাকা ৪০ পয়সা কাটা হয়।
এদিকে, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ সম্প্রতি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে ইন্টারনেট সেবায় বৈষম্য অনেক বেশি এবং এর ওপর অতিরিক্ত কর চাপানো হলে গ্রাহকদের আরো দূরে সরিয়ে দেবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.