ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ বাজার এসএ প্লাজায় ভয়াবহ আগুনে বকুল মেশিনারীজের দোকান পুড়ে গেছে।
রবিবার ৫ জানুয়ারী সানন্দবাড়ী দক্ষিণ বাজার মেইন রোড সংলগ্ন এসএ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা রাজিবপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলামের নেতৃত্বে আগুন নিভানোর কার্যক্রম চালানো হয়।
জানা যায়, আনুমানিক দুপুর আড়াইটায় সানন্দবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বকুল মেশিনারীজ ডিলার বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। আগুন মুহূর্তেই প্রথমতলা ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী বকুল মিয়া বলেন আগুনে আমার প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
তবে, এ নিউজ লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।
সানন্দবাড়ী বাজারের বেশ কয়েক জন ব্যবসায়ী জানান ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বাজার, উত্তরাঞ্চলের সব চেয়ে বড় বাজার। এখানে প্রতি বছর আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। দেওয়ানগঞ্জ থেকে, রৌমারী থেকে, রাজীবপুর থেকে ফায়ার সার্ভিস এসে কোন কাজ করতে পারে না। বরং আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে আসে। তাই সানন্দবাড়ীতে অতি শীঘ্রই ফায়ার সার্ভিস চাই, দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.