সম্প্রতি ছাত্রদলের নেতাকর্মীদের নামে ডাকসু নির্বাচন ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলাসহ বিভিন্ন ইস্যুতে কিছু সংবাদমাধ্যমের যাচাই বাছাই ব্যতিরেকে সংবাদ পরিবেশন ও সেগুলোকে ভিত্তি করে অব্যাহত ভিত্তিহীন, অসত্য, মনগড়া গুজব ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশের পূর্বে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমবেত হয়।
ঢাবি ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীসহ প্রমুখ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। হামলার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ছাত্রদলের ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করেছে।' যদিও পরবর্তীতে তিনি বলেন, এটা একটা ভুল তথ্য ছিল, যারা হামলা করেছে তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত নয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.