ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ও সেক্রেটারি হাফেজ আবুল কালাম আজাদ (কুরান), মাওলানা মনিরুজ্জামান হাবিবি জয়েন্ট সেক্রেটারি এবং মো: দেলোয়ার হোসেন মন্ডল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে কমিটি ঘোষণা করেন। শনিবার ৪জানুয়ারী সকাল ১১টায় সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে ইমলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ আবুল কালাম আজাদ কুরান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা আক্তারুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা: সৈয়দ ইউনুছ আহমাদ, প্রধান বক্তা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী। কমিটি অনুমোদনে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি ক্কারী মো: আক্কাস আলী, সহ-সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মাহবুব শাহ জিহাদী। আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা আবুল হাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মোহাম্মদ আলী সাহেব সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.