সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হোটেল সাগর রেস্ট হাউজ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) আটককৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা এলাকায় হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দুই তরুণীকে আটক করতে সক্ষম হয়। তারা ওই হোটেলে অসামাজিক কাজে জড়িত ছিল। আটককৃতদের সোমবার (৩০ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.