পটুয়াখালী"র গলাচিপা"য় সরকারি খালের ভিতর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাধঘাট বাজারের পাশে ডেশটোরাম খালে সিদ্দিক শিকদারের বাড়ি থেকে মস্তফা ভূইয়ার বাড়ি পর্যন্ত খালের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। এতে ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমেও জলাবদ্ধতায় ফসল নষ্টের আশঙ্কা করেছেন কৃষকেরা। গত বৃহস্পতিবার রাস্তা অপসারণ করে খাল প্রবহমান রাখার দাবিতে খালের পারে ভরাট রাস্তায় মানববন্ধন করেন এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন জানিয়েছেন।
গোলখালি ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের সাধারন কৃষকরা জানিয়েছেন এই খাল দিয়ে অত্র এলাকার ফসলি জমির পানি নিষ্কাশন হয়। এখন সাবেক চেয়ারম্যান রাজ্জাক সাহেবের ছেলে মোঃ আহসান রাস্তার কাজ পায় এবং রাস্তা বাধের কাজ করতে এসে শাহআলম,বাচ্চু, মুজু সহ কয়েকজন বাসিন্দা তাঁদের পুকুর ও ঘের করার জন্য খালটিতে বাঁধ দেন। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। গত বর্ষা মৌসুমে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল।
একই এলাকার অন্যান্য সাধারণ কৃষকরা জানান, কয়েকটি পরিবার অপরিকল্পিতভাবে খালের ভিতর দিয়ে রাস্তা তৈরি করেছেন। যার প্রভাব পরছে তাদের কৃষি কাজে। তারা আরো বলেন এই খালের উপর ভিত্তি করে এখানে কয়েক হাজার কৃষক চাষাবাদ করেন। খাল বন্দ হওয়ায় সবাই এখন বিপদের মুখে। এ বিষয়ে ঠিকাদার আহসানের ফোনে ফোন করা হলে তিনি কাজের বিষয়টি অস্বীকার করে বলেন এটা মহিলা মেম্বার এর কাজ এই বলে ফোন কেটে দেন, পরবর্তীতে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা জানান সরকারি খালে কেউ বাঁধ কিংবা রাস্তা তৈরি করার সুযোগ নেই। ঘটনার সত্যতা জাচাই এর মাধ্যমে আইনত ব্যাবস্তা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.