ভোলার তজুমদ্দিন উপজেলার ৫ নং শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজারে অনুষ্ঠিত হলো দেশীয় ইলেক্ট্রনিক্সের অন্যতম শীর্ষ ব্র্যান্ড মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন ২০২৪ এর সিজন- ২১ বর্ণাঢ্য র্যালি।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার দক্ষিণ খাসের হাট বাজার মার্সেল ব্রান্ডের এক্সক্লুসিভ ডিলার ভূইয়া ইলেকট্রনিক্সের শো-রুম থেকে ডিজিটাল ক্যাম্পেইনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
মার্সেলের লোগোযুক্ত টি-শার্ট ও ক্যাপ পরে শতাধিক নারী-পুরুষ র্যালিতে অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল ডিজিটাল ক্যাম্পেইনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট। ছিল আনন্দ আয়োজনে ব্যান্ডপার্টি। পরে মার্সেল ব্রান্ডের ফ্রিজ কিনে গাড়িসহ লক্ষ লক্ষ টাকা নগদ পুরস্কার সহ বিভিন্ন অফার সম্পর্কে আলোচনা এবং বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিহাবুল হক এডিশনাল ডিরেক্টর মার্সেল ব্রান্ড,শহিদুল ইসলাম ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্সেল ব্রান্ড , আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক তজুমদ্দিন উপজেলা বিএনপি, কামরুজ্জামান জান্টু হাওলাদার সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন বিএনপি, গিয়াস উদ্দিন পঞ্চায়েত উপজেলা যুবদল নেতা, নিজাম উদ্দিন মাস্টার প্রধান শিক্ষক পশ্চিম লামছি শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোকমান ভুইয়া ডিলার দক্ষিণ খাসের হাট বাজার মার্সেল ব্যান্ড প্রমুখ।
উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন এর আওতায় মার্সেল পণ্য কিনে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন হাজার হাজার টিভি, ফ্রিজ ও এসি ফ্রি। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.