জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা ও উপজেলা শাখার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় হেতালিয়া বাঁধঘাটস্থ জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শাইখুল হাদীস মাওঃ মো. আব্দুল হক কাওছারী এর সভাপতিত্বে ও সাধারন সাধারন সম্পাদক ও মাদরাসার সহকারী পরিচালক মাওঃ মো. উবাইদুল্লাহ ফারুকের পরিচালনায় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র সহ- সভাপতি শাইখুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা ছিলেন ইউকে জমিয়ত লন্ডন শাখার সভাপতি ড. মাওঃ শোয়াইব আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র সহ-সভাপতি শাইখুল হাদীস মুফতী শেখ মুজিবুর রহমান, বিশেষ বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরত মাওঃ মতিউর রহমান গাজীপুরী, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী শাখার সিনিয়র সহ- সভাপতি মাওঃ মো. মোতাহার উদ্দীন, সহ- সভাপতি মাওঃ মো. মাহবুবুর রহমান, সহ- সভাপতি ও টেংরাখালী কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আবু বকর সিদ্দিক, মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ নূরুল হক, দশমিনা শাখার সভাপতি মাওঃ মো. শামীম আহমাদ, গলাচিপা শাখার সভাপতি মাও: আব্দুল কাউয়ুম, সহ- সভাপতু মাওঃ মো. হুমায়ুন কবীর, মহিপুর শাখার সভাপতি মাও: মো. ফোরকান, বাউফল শাখার সাধারন সম্পাদক মাওঃ মো. জাকারিয়া, দশমিনা শাখার সাধারন সম্পাদক মাওঃ মো. জহিরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী আবুল বাশার কাসেমী, যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওঃ মুহিব্বুল্লাহ, সদর উপজেলা কমিয়তের সভাপতি মাওঃ মো. শাব্বীর আহমাদ।
প্রতিনিধি সমাবেশে বক্তারা পতিত সরকারের তীব্র সমালোচনা করে বলেন- এখন সময় এসেছে ইসলামী বিধান বাস্তবায়নে ইসলামী সমমনা দলগুলোর ঐক্য। জমিয়তে উলামায়ে ইসলাম অতি পুরাতন একটি ইসলামী রাজনৈতিক দল। এ দলের অনেক ভূমিকা রয়েছে। এ দলের জমিয়তে উলামায়ে কেরামগন কোন অমুসলিম বাতিক দলের কাছে আপোস করেনি। এ দলের কর্মীরা সাহসী। এ দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে জানাতে হবে এবং অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত জমিয়ত উলামায়ে ইসলামীর সকল স্তরের নেতা- কর্মীদের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.