পটুয়াখালী বাউফল উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেনকে যৌথ বাহিনী গ্রেফতার করেন।
(১২.১২.২৪ইং তারিখ) রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০টার দিকে জাহাঙ্গীর হোসেনকে তার নীজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।
জানা গেছে , সকাল সাড়ে ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের ৪০/৪৫ জন লোক দাসপাড়া ল্যাংড়া মুন্সীর পুল সংলগ্ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন। এসময় জাহাঙ্গীর হোসেন তার নীজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় তিনি বাউফল থানার পুলিশকে ফোন দিয়ে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকালীদের গ্রেফতার না করে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমানের দায়েরকৃত একটি মামলায় আসামী হিসাবে তাকে গ্রেফতার করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.