ভোলার তেতুলিয়া নদী থেকে অবৈধ ড্রেজার ও বলগেট জব্দ, আটক -১
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলার তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার ও বলগেট জব্দ করা সহ ১ জন কে আটক করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে আটক করা হয়। তবে তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। ১ টি ড্রেজার ও ৫ হাজার ঘনফুট বালু সহ ১ টি বলগেট জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক মোঃ মেহেদি হাসান।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ মোবাইল কোর্টের আওতায় বিচার্য হলেও বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়। জব্দকৃত ড্রেজার ও বালুসহ বলগেট মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর জিম্মায় প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম।
উল্লেখ্য, ইতিপূর্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন এর আদালতে মোবাইল কোর্টের আওতায় ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউন) ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.