পটুয়াখালীতে, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ জাহিদ হাসান
ষ্টাপ-রিপোর্টার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী সরকারী মহিলা কলেজে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থান-২০২৪ এর ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় পটুয়াখালী সরকারী মহিলা কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে প্রফেসর এটিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় কলেজের ৩য় তলার হলরুমে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থান-২০২৪ এর ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ। উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিপ্লব কালীন বিভিন্ন ঘটনা প্রবাহ, প্রমান্যচিত্র, দেয়ালিকা, আন্দলন ও সাহসিকতার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। জুলাই বিপ্লব নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন সহ দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বরনসভায় আরও উপস্থিত ছিলেন, উপ-অধ্যক্ষ প্রফেসর মোঃআবদুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক সমীর কুন্ড, জেলা ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মীসহ সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.