বাঙলা কলেজে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
তৌহিদুল ইসলাম ক্যাম্পাস প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণে সভার করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও বলা হয়েছে।
শিক্ষা প্রশাসনের নির্দেশনাক্রমে ২৭ নভেম্বর (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে সরকারি বাঙলা কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ সাগর আহম্মেদের পিতা জনাব মো.তোফাজ্জল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী,প্রফেসর ড.গোলাম রাব্বানী, জনাব নাহিদা পারভীন।
আরও উপস্থিত ছিলেন বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বেলাল হোসেন রাব্বির মামাতো ভাই সুলতান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.কামরুল হাসান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় শহীদ মো. সাগর আহম্মেদের বাবা মো. তোফাজ্জেল হোসেন তার সন্তানের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন এবং আর কোন মা-বাবার বুক যেন খালি না হয় তেমন একটি রাষ্ট্র গঠনের আশাবাদ ব্যক্ত করেন। যে উদ্দেশ্যে শহীদগণ আত্মত্যাগ করেছেন সে উদ্দেশ্য যেন সফল হয় সেই আহ্বান জানান।
পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙলা কলেজে প্রতিধ্বনি আবৃত্তি সংসদ, বাঙলা মিউজিক ক্লাব ও বাঙলা কলেজ যুব থিয়েটার এর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.