প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:০৯ এ.এম
ভোলা লালমোহন দেবীরচরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে বগিদায়ের কোপে একজন নিহত
- ভোলা লালমোহন উপজেলায় বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মেলকার ও প্রতিপক্ষ প্রাইমারি শিক্ষক কামাল সুইচ ও সিরাজ হাওলাদার গংদের সাথে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র রামদা, বগিদা নিয়ে মারামারি হয়। মারামারির একপর্যায়ে কামাল সুইচ ও সিরাজ হাওলাদারের গ্রুপের বগিদার কোপে। বদরপুর ২ নং ওয়ার্ডের যুবদল সাধারণ সম্পাদক তৈয়ব আলী ( ৪০) আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২১/১১/২০২৪ ভোর ৬ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তৈয়ব আলী মৃত্যুবরণ করেন। বদরপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মেলকার জানান সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
দেবীর চর বাজারের ইজারা বাদ করে দেন। এতে বিপত্তি বাজে স্কুল শিক্ষক কামাল সুইচ ও সিরাজ হাওলাদারের তারা বাজার ইজারাদার ছিল। তারা সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর কথা না শুনে বাজারের খাজনা আদায় করতে থাকে । পরে ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহীদুল্লাহ মেলকার খাজনা আদায়ে বাদা দিলে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের হতাহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্যই ঢাকায় প্রেরণ করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।শিক্ষক কামাল সুইচ ও সিরাজ হাওলাদার এর বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার ফোন দেওয়া হয়েছিল কিন্তু রিসিভ করেনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.