ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। আবারো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন-এমনটাই গুঞ্জন ছড়িয়েছে হঠাৎ করে। অবশ্য গুঞ্জনের শুরুটা এই অভিনেত্রীর হাত ধরেই।
সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ।
অনেকেই ধারণা করছেন, পরীমনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে একদিন না যেতেই বিষয়টি ঠাট্টা বলে জানান দিলেন পরী।
এর আগে গতকাল ফেসবুকে পোস্ট করা পরীর ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়ির জানালায় ঘড়ি পরা এক পুরুষের হাতের ওপর হাত রেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়। পরে সেসব মন্তব্য মুছে ফেলেন তিনি।
ঘটনা জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি পরীমনি। অনেকেই ধারণা করছিলেন নতুন কোনো পণ্য বা সেবা প্রতিষ্ঠানের প্রচারণাও হতে পারে। আবার অনেকে ভাবছিলেন, একাকী নারীর প্রেমে জড়ানো বিচিত্র কোনো বিষয় নয়।
পরীমনির ওই পোস্ট মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। বেশির ভাগ অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।
তবে সোমবার রাতে পরীমনি প্রকাশ করেন পুরো ভিডিওটি। সেখানে দেখা যায় ওই ব্যক্তি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে মজা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিল?’
গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে অবমুক্ত হয়েছে পরীমনি অভিনীত সিরিজ ‘রঙিলা কিতাব’। ওই সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.