জামালপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২টি ভেন্যুতে দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ১২টি প্রতিষ্ঠানের ৪৭৭ জন ও সানন্দবাড়ী কলেজ কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের ২০০ জন মোট ৬৭৭ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সানন্দবাড়ী কলেজ কেন্দ্রে কেন্দ্র পরিচালনায় রয়েছেন, পরিচালক শাহজাহান আলী, সহ পরিচালক সাইফুল ইসলাম, সহ পরিচালক কামরুল হাসান সোহাগ, সহ পরিচালক শফিকুল ইসলাম, সহ পরিচালক রেজাউল করিম রাজা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অথেনটিক সেন্ট্রাল স্কুল স্কুলের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ।
আইন শৃঙ্খলাবাহিনীর লোকজনসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সানন্দবাড়ী কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক পরিক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কক্ষে পরিদর্শন করেন এবং শান্ত সুষ্ঠু ভাবে পরিক্ষা চালনায় পরিচালক বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন ও পরিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.