আবু তাহের,বিশেষ প্রতিনিধিঃ
ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারে সুরশৈলী কালচারাল একাডেমির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় দিনব্যাপি সাংস্কৃতিক কর্মশালা।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে জাবালে নূর মডেল মাদরাসার অনুষ্ঠিত কর্মশালায় ইসলামী সংগীত,ছড়া, কবিতা ও ভাষার শুদ্ধ উচারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাবালে নূর মডেল মাদরাসার পরিচালক মাওলানা হাসান সিকদার।
কর্মশালায় প্রধান অতিথি ও ভাষার শুদ্ধ উচারণ বিষয়ক প্রশিক্ষক ছিলেন: কবি ও লেখক ডা. গাজী তাহের লিটন।
সাংস্কৃতিক প্রশিক্ষক ছিলেন: আলহেরা শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক শিহাবুদ্দিন মানিক, উজ্জীবন শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠের জেলা অনলাইন প্রতিনিধি সাইফুস ইসলাম সাকিব। উপস্থিত অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মহিবুল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. ইউসুফ।
সুরশৈলী কালচারাল একাডেমীর পরিচালক ও কন্ঠশিল্পী জিয়াউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় পর্যায়ের স্কুল ও মাদরাসার শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোয়েব, ফোন: 01712681479
বার্তা সম্পাদক: রনি ইসলাম, ফোন: 01712421588
রোড নাম্বার ৩ বাড়ি নাম্বার ১৮ সুজাত নগর, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।
ফোন : 01712681479, 01712421588 ফ্যাক্স : +880 1712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বিজ্ঞাপন বিভাগ: ফোন: 01712421588 , 01712681479 । ই-মেইল: dsknews97@gmail.com. বার্তা : ফোন: 01712681479 ।
Copyright © 2025 দৈনিক সারাদেশের কন্ঠ. All rights reserved.